৷৷ শ্রেষ্ঠ উপহার ৷৷


আমি জানি, আমি নিশ্চিত করে জানি
এবং পরিপূর্ণ বিশ্বাসও করি
আমার মত করে কেউ কোনদিন
তোমায় ভালবাসতে পারবে না।


তোমার জন্য লাখ টাকার হীরা কিনে এনে
তোমায় পরাতে পারবে
কিন্তু হৃদয়ের রক্ত ঝরিয়ে অশ্রুবিন্দুতে
একটি শব্দ লিখে তোমার জন্য
মালা গাঁথতে পারবে না
তোমার গলায় পরাতে।


দূর বিভুই থেকে মণি মানিক্য খচিত
মুকুট এনে তোমায় পরাতে পারবে
কিন্তু ভালবেসে বসন্তের একটি রঙিন ফুল
তোমার হাতে তুলে দিতে মনে থাকবে না।


হাজার কোটি টাকার প্রাসাদ
তোমায় গড়ে দিতে পারবে
সেখানে তুমি ইট পাথরে চাপা পরে
গুমরে গুমরে  কাঁদবে
কিন্তু আমার মনের ঘরে তুমি কত স্বাচ্ছন্দে
ঘুরে ফিরে বেড়াতে পারবে
এটা তোমার নিজের ঘর,
তোমার মত করে তুমি সাজাতে পারবে
চাকচক্যহীন,তবে প্রাণ আছে
আর তাতে একটা ভালবাসার মানুষ তোমায় ভালবাসবে বলে
তোমার জন্য সারাক্ষন অপেক্ষা করে থাকবে।


মঙ্গল গ্রহ থেকে দুর্লভ লাল পাথর কিংবা
চাঁদের দেশ থেকে দামী কোন গিফট এনে
তোমায় দিতে পারবে
কিন্তু আমার বাগানের এককোনে
আমার ভালবাসায় বেড়ে ওঠা গাছের
একটা সুগন্ধি বেলি তোমার খোঁপায় গুজলে
তোমায় অনেক বেশি মানাবে
তোমার ভাল লাগবে।


ওর ঘ্রান তোমায় মোহিত করবে
সৌরভে ভরবে তোমার মন
তুমি আনন্দে আপ্লুত হবে
তখন কাছে দাঁড়িয়ে আমি
তোমার ভাললাগাকে ভালবাসবো।


কিন্তু অন্য কারুর তোমাকে দেয়ার জন্য
সে সময় থাকবে না
যন্ত্র দানবের মত যন্ত্র মানবগুলো
ভালবাসার দরজা বন্ধ করে
টাকার নেশায় ছুটবে
তুমি পরে থাকবে একা,শ্রেফ একা।


তখনও ঐ কষ্টের সময়
যদি তোমার সাথে কেউ থাকে
তবে সে শুধু আমি
এই আমি
যে তোমায় ভালবাসার গান শোনাই।


আমার সাথে সেদিন তুমি
মনে মনে কত কথা কবে!
আমার কথা ভেবে তোমার চোখে অশ্রু গড়াবে,
দেখো মিলিয়ে
মিথ্যা হলে আমার জন্য ঘৃনাতো
তোমার আছেই।


আর সত্যি হলে আজ প্রয়োজন নেই
সেদিন ভালবেসো,
মরনোত্তর পুরস্কারের মত ভালবেসো।


আমি ওতেই খুশী
তবু তোমার ভালবাসা পেলাম
এইতো আমার প্রত্যাশা
এইতো আমার স্বপ্ন পূরণ
এইতো এ মানব জীবনে পাওয়া
আমার শ্রেষ্ঠ  উপহার।


১১ ফেব্রুয়ারি,২০১৯
দুপুরে।