৷৷  ভালবাসার মানচিত্র ৷৷  


গোটা হৃদপিন্ডটাই একটা ভালবাসার মানচিত্র
সেথায় রাজা আছে প্রজা আছে,আছে রাজধানী,
জেলা, উপজেলা। জ্বালাও প্রচুর।
নিজে ভালবেসে জ্বালায় অন্যকে
আবার অন্যের ভালবাসায় নিজে জ্বলে।


এখানে আছে বাহারি ভালবাসা,
মায়ের জন্য,বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য,
আছে আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব,মনের মানুষের জন্য।
এখানে থানা আছে পুলিশ আছে,
নালিশ আছে শালিশ আছে,
মান অভিমান,দুঃখ ব্যথা,বিরহ,
হাসি গান,ঠাট্টা তামাশা সব আছে।


এখানে আত্মহত্যা নামক কালো বাসনাও আছে
আবার ভালবাসার তাজমহল গড়ার স্বপ্নও
জ্বলজ্বল করে।


এখানে রাতের আকাশ আছে, তাতে চাঁদ ওঠে,
জ্যোৎস্না আসে,অমানিশার ঘোর  অন্ধকার
সব জ্যোৎস্নাকে গিলে খায়।


সকালের সূর্য হয়ে প্রাণ নিয়ে ফিরে আসে
টগবগে তারণ্য,
দেশকে ভালোবেসে তাজাপ্রাণ অকাতরে বিলায়।
আবার প্রেয়সির মিষ্টি মুখে তাকিয়েও
নিজের সুখ বিলায় অবলীলায়।


এখানে দহন আছে,জ্বালা আছে,
লোভ-লালসা আছে,দেশপ্রেম আছে,
সমাজ সংসার,সন্তান,ইহকাল পরকাল,
ঈশ্বর ,আল্লাহ,খোদা,ঈশ্বর প্রেম সব আছে।


দেশের বুক চিরে নদী যেমন বয়ে চলে
এ মানচিত্রেও ধমনী শিরারা এঁকেবেঁকে
নালা খানাখন্দ হয়ে এফোঁড়ওফোঁড়,
তাতে চর্বির পলি জমে ব্লক হয়
মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকে।
ড্রেজার দিয়ে ব্লক কাটা হয়,রিং পড়ানো হয়,
বাইপাস ওপেনহার্ট কত কি!


স্বপ্নগুলো এতকিছুর বাঁকে  ঘুরপাক খায়
থেমে থাকে আবার জোয়ারের তোড়ে
দ্রুত ছুটে চলে সাগরে।


এখানে ফুলের বাগান আছে,
ফুল পাখি প্রজাপতি ভ্রমর মৌমাছি সবই আছে,
এ মনে বনের বাঘও ঘাপটি মেরে লুকানো থাকে।


এখানের রাজা বারবার রাজ্যহারা হয়
ভালবাসার যুদ্ধে,
ভালবাসার সূর্যদয় কতবার যে দেখতে হয়
কেউ তা জানেনা।
বেলাভূমিতে দাড়িয়ে সূর্যাস্তও বারবার।
আশায় প্রভাতের সূর্যের মত টকটকে লাল হয় হৃদপিন্ডটা
আবার নিরাশায় অমানিশার কালো আঁধার।
এখানে নয়ন জলে গড়ে পদ্মা মেঘনা
আবার হাসে বসন্তের কৃষ্ণচূড়ার হাসি।


এখানে আশার পর আশা জমিয়ে হিমালয় গড়ে
আবার বিরহের সুনামীর ঢেউ সব ভাসিয়ে নিয়ে যায়।


এ ভূখন্ডের দিকে ওৎপেতে থাকে হায়নারা,
বিষমাখা তীর ছুঁড়ে তাদের হত্যা করতে হয়।
ভালবাসার স্বপ্নে বোনা গোলাপ পোকায় খায়,
তাকেও ঘৃনা ছুড়ে দিতে হয়।


এখানে মা সন্তানকে রাজা বানায়,
খোকা কবে ফিরবে, নাকি ফিরবেনা
এ দেলাচলে মা পথ চেয়ে চোখের দৃষ্টি হারায়।
স্ত্রী স্বামীর জন্য সেজেগুজে অপেক্ষা করে,
স্বামী বেনারসি নিয়ে ফেরে,
প্রেমিক লাল টিপ দেয় প্রেমিকাকে,
প্রেমিকা হাত ধরে বসে থাকে আর নির্বাক কথা কয়।


এ এক রঙ্গমঞ্চ।
নিজের গড়া মঞ্চে নিজেই অভিনেতা অভিনেত্রী।
এখানে ছেলে ভোলানোর গল্প আছে,সে গল্পে রুপকথার রাজকুমার মাকে ডাকাতের হাত থেকে বাঁচায়।


এখানে থাকে কৃষানের হাসি।
স্বাধীনতার স্বপ্ন বোনে এ ভূখন্ডে
আবার বিজয়ের উল্লাস তাও এখানেই।


২৩ জানুয়ারি ২০১৯