আমাদের মেয়ে
সাঁঝবাতিকে শিখিয়েছিলাম,
সাঁঝ খুব আনন্দ নিয়ে পড়ত-
“রেইন রেইন গো অ্যাওয়ে....”;;
অনেকদিন পর,কতদিন জানিনা,
বৃষ্টি এল ঝমঝমিয়ে,
একরাশ ভেজা ভাললাগা নিয়ে;;
অনিন্দ্যর চিঠি এসেছে আজ,
প্রায় এক গর্ভধারন কাল পরে,
আমাকে আর সাঁঝকে নিয়ে যাবে দুবাই,
সেটেলড হয়েছে যে;;
আর একটা প্রানের অনুভব-
যেন মল্লার গাইছে পেটের ভেতরে
অধৈর্য অস্থির আত্মপ্রকাশের তাগিদে;;
কেন জানি, সাঁঝ নিজেই আর পড়ে না
“রেইন রেইন গো অ্যাওয়ে” ।
জানালায় বসে তাকিয়ে থাকে নির্নিমেষ নয়নে,
বৃষ্টি দেখে, ছোট্ট দু চোখে
আশার আলো জ্বালিয়ে ।
--------------------- Partha Roy..........