নারী-
আমি তোর সন্তান হব,
পিন্নোনত স্তনে মুখ রেখে ;
সুখ নিদ্রায় ডুবে যাব,
অজান্তে, পরম নিশ্চিন্তে,
হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে,
তোর নগ্নতার অভিমুখে,
তুই জননী হবি;;
নারী-
শরীর জাগলে -
কামুক হয়ে উপগত হব,
তোর ইচ্ছে অনিচ্ছে যত
ভেসে যাবে চারদিনের
দূষিত শোণিতের মত;;
নারী-
আমি ধর্ষক, হত্যাকারী, অনাচারী,
পৌরষের বলীয়ানে উন্মত্ত,
তোর সৃষ্টির ছারখারে হব মত্ত,
তুই জানিস- চোখের জলে ভাসবি
না দুর্গতিনাশিনী হবি?
------------ পার্থ রায়।