আমি জানি-
সুখ পাখীটা ঘুমের দেশে গেলে,
তুই রবি ঠাকুরের গান করিস
একরাশ চোখের জলে;;
আমার অপরাধী মুখ ডুবোলেও-
তোর ভেজা চুল কথা বলেনা,
মুখভার অভিমানে;
প্রশ্রয়ি ম্যানিকিউর পথ ভুলেও
আর থামেনা আমার কপোলে।
আমি জানি-
মাঝ আকাশে একফালি কালো মেঘ
অস্থির, অধীর হয়ে আছে-
সাড়া দেবে গোধূলি শেষে
রাতভোর বানভাসি ডাকে।
------------ পার্থ রায়।