এক বুক আকাশ নিয়ে  ,
বেড়িয়ে পড়ি তেপান্তরের পানে  -
সঙ্গে রাখি থলে ভরা উদ্যম আর ,
         উদ্দীপনা  ।


বিপদ যত পথে এগিয়ে  ,
বুক ফুলিয়ে যাই মাড়িয়ে  ,
যাই , চলে যাই দূর পাহাড়ে-
সুউচ্চ আর দুঃসাধ্য ।


জীবন মরণ অতি তুচ্ছ ।
সামলে রাখি প্রলয় গুচ্ছ ।


মৃত্যু আজ হয়েছে ভৃত্য  ,
শিশির ভেজা ঘাসের উপর-
হেসে বেড়ায় জীবন খেলার
          ইতিবৃত্ত ।