চেনা নেই, জানা নেই, আমি ও যে অচেনা,,,
জন্ম নিয়ে তুমি দেখেছো যাদের- সবাই কি ছিল জানা?....
জন্মের পরে তুমি দেখেছো গো যাকে,
মা' বলে- তাকে তুমি জানতে কি আগে?
বাহা বাহা দিয়ে তোমায় যে কোলে তুলে নিল,
সে-ই যে তোমার পিতা, তুমি আগে জানতে কি বলো?
মামা-মাসি,কাকা-পিসি,কত আনাগোনা,,,
সবাই কি আগে থেকে ছিল কভু জানা?
স্কুল জীবনে যারা সহপাঠী ছিল তোমার ক্লাসে,,
তাদের কি দেখেছিলে তুমি কভু, কোনো প্রাচীন দেশে?
স্বামী অথবা স্ত্রী বলে তোমাকে যার দাবিদার,
বলো শৈশবে পরিচয় জানতে কি তার??,,
আগে থেকে কেহ কারো চেনা নাহি রয়,
সময়ের সাথে সাথে সম্পর্কে জড়ায়,,,
আমিও অচেনা কেউ, তাতে কি বা এসে যায়?,,
আমায় সম্পর্কে নয়,লিখে রেখো মনের খাতার কোণে একটি পাতায়,,,,