একদিন পথে আমি চলিতে চলিতে,
বাবু এক ডেকে কয় ইংরেজি বলিতে ,
বলিলাম আমি - বাবু তব বাড়ি কোথা, কোথা তব দেশ?।
কহে সে- ঘর মোর যেথা হোক, শোনো ভাষা খানি লাগে কত বেশ,,
ইংরেজি কথা বলি জ্ঞানী গুণী লোক আমি শোনো অবশেষ।
কহিলাম আমি- তোমার মত ভেক ধরা বাবু আজ অলিতে গলিতে।
বাঙালি হয়ে ও তুমি বাঙালির সাথে চাও ইংরেজি বলিতে?।
জানিলে বিদেশি ভাষা সেই গুণী জ্ঞানী হয়,কে বলেছে তোমায়?,
সে ভাষা ও একটি ভাষার ভাষা, যেমন তোমার আমার ভাষা হয়।
তোমার মতই কিছু বাঙালি আজ সেজেছে বিদেশি সাজে,,
ভেবে দেখো ভাবনা ই তোমার বাংলায় হায়.. স্বপ্ন ও তার মাঝে।
আমিও জানি অনেক ভাষা কিন্তু তাতে কি বা এসে যায়?।
বাংলা ভাষা আমার মাতৃ ভাষা, প্রাণের ভাষা, শোনো মহাশয় ।।