জল - কভু তুমি ধীর কভু অস্থির তুমি দুর থেকে দুরে অবিরত চলেছো বয়ে ,,
আবার কখনো বা তুমি ঝরে পড় এই নয়নের অশ্রু হয়ে।।


জল - তোমারই অপর নাম জীবন,,
কখনো তুমি বৃষ্টি হয়ে করো সৃষ্টি মধুর
কখনো বা প্লাবন।


জল - অম্বু অম্ভঃ: তুমি কখনো বা নীর,,
কখনো তুমি কঠিন বরফ ঐ বিশাল হিমাদ্রীর,
আবার কখনো তুমি ঘাসের আগায় ভোরের ও শিশির।


জল - তুমি তোয় বা পয়: সব যে তোমারই নাম,,
কখনো তুমি তৃষ্ণা মেটাও আবার কখনো তুমিই শ্রমিকের ঝরা ঘাম।


জল- তুমি কখনো পানি কখনো বা বারি,,
পাষাণ কন্যা তুমিই মা গঙ্গা,তাই মস্তকে ধারণ করেছে তোমায় জটাধারী।


জল - তুমি অর্ন: তুমি যে সলিল,,
একদিন বেলা শেষে, নিথর দেহ পুড়ে ছাই হয়ে তোমাতেই হবে যে বিলীন ।।