যদি ফিরে পেতাম- সেই সোনা রোদ আর গোধূলি সে বেলা,,
বেলা বয়ে যায় তবুও নিশ্চিন্তে করেছি যে খেলা,,
অস্তগামী সূর্য যখন মেঘেদের গায়ে সিঁদুর লাগায়,
খেলা শেষে আমি ও ফিরেছি ঘরে ধুলো মেখে গায়,
যদি ফিরে পেতাম- সেই মেঠো পথ,সেই বনফুল,,
সেই ঝোড়ো হাওয়া উড়িয়ে দিয়ে পথের সে ধুল,।
যদি ফিরে পেতাম- সেই নীল আকাশ উড়িয়েছি যেথা ঘুড়ি,,
বিছানায় শুয়ে সেই রূপকথা- রাজকন্যা, রাক্ষস আর বুড়ি,।
যদি ফিরে পেতাম নিজে হাতে গড়া পাট কাঠি দিয়ে সেই ঘর খানা,,
বাঁচিয়ে পয়সা সেদিন জমানো সে ঘটে চার চার আনা,।
যদি ফিরে পেতাম- সেদিনের সেই রঙিন রঙিন খেলা,
বিলের মাঝে বেয়ে নিয়ে যাওয়া আমার সেই যে কলার ভেলা,।
যদি ফিরে পেতাম- ছোট্টবেলার সেই সব দিন সেই কলরব,,
যদি ফিরে পেতাম - আবার আমি আমার  শৈশব ,,,,,