না নৌকা ভেড়ে না আর
আজ এই তটে,,
পারাপার ও হয় না কেহ
আজি এই ঘাটে।


ঘাট খানি আজও আছে
শুধু নৌকা যে নেই আর,,
তবু অশ্বত্থ সে গাছ খানি
আজও দেয় ছায়া তার।।


কতো যে পথিক হেথা
পারাপার হলো,
এই তরু ছায়া তলে বসে
তারা বিশ্রাম নিলো।


ছিল এই ঘাট খনি যেন
সেই কত যুগ হতে,,
কোলাহল ছিলো হেথা
দিনে আর রাতে।


পড়ো এই ঘাট খনি আজ
শুধু শ্যাওলায় ঢাকা,
আজ ও সে নীরবে যেন
রয়েছে যে একা।


ইছামতির জলে ছড়িয়ে কিরণ
ঐ চাঁদ আজ ও ওঠে,,
আজ নেই কোনো কলরব,
জনহীন সেই এই খেয়া ঘটে।।