আমি বাংলায় দেখি আমার মায়ের হাসি
বধূর কালো চুল,,
বাংলায় ই ফোটে মনের ভাবনায়
শত সহস্র ফুল।
আমি বাংলায় দেখি স্বপন যতো আমার
মনের চোখে,
আমি বাংলায় হাসি বাংলায় কাঁদি বাংলার
মাটি মেখে।
আমি বাংলায় গুনি আকাশে তারা সাগর
তীরে বসে,,
আমি বারে বারে হেথা আসিব ফিরে এই
বাংলা কে ভালোবেসে।
আমার বাংলায় মনে বিরহ বেদনা
বাংলায় ভালোবাসা,,
জনম জনম যেনো বাংলা ই হয় আমার
মাতৃ ভাষা...।