মলিন মুখে একটু হেসে
ঐ বিদেশে দিতেই হলো পারি,,
হৃদয় ভাঙার শব্দ যে আজ
শুনল না কেউ তারই।
ভাবল সবে অনেক মজা
বিদেশ যারা যায়,,
কিন্তু সে ই জানে বড়ো
হওয়া কত বড়ো দায়।
দেশ ছেড়ে ভাই বিদেশ
যেতে মন যে না রে চায়,,
উপার্জনের দায় আজ
সে যে নিরুপায় ।
দুক্ষ যতো হোক না মনে
তবু স্বপ্ন অনেক বুকে,,
ঘরে তাহার আপন যারা
রাখবে তাদের সুখে।
তাই তো সে বিদেশেতে
খাটছে অবিরাম,,
রোদ বৃষ্টি শীতের মাঝে
তার ঝরছে কত ঘাম।
সবাই ভাবে বিদেশ গিয়ে
সে আছে অনেক ভালো,,
কিন্তু সে যে তখন প্রতীক্ষায়
কখন নিভবে দিনের আলো।
এমনি করেই গুনছে সে দিন
কয়েক বছর ধরে,,
মধ্যবিত্ত প্রবাসী শ্রমিক সে
-সে ফিরবে কবে ঘরে?।