দেখো গগনে ডুবিল বুঝি ঐ দিবাকর,,
তাই রাত্রি আসিল নামি ঘনিয়ে আঁধার।
গভীর নিদ্রায় মগ্ন কেহ,কেহ জাগে রাত,,
কোনো মেয়ে বদলায় হাতে হাতে  হাত।
করো বা সাজানো বাসর হলো আজা মিছে,,
কেহ তারা গোনে শুয়ে খোলা আকাশের নিচে।
রাতের আধারে বুকে চলে কত শত খেলা,,
নানা রঙে নানা মুখ যেন অজানা এ মেলা।
গভীর নেশায় মগ্ন কেহ তাই পা টলমল ,,
করো বা হারিয়ে সবি হলো আঁখি ছলছল।
সজোরে ছুটছে কেউ,কেউ ধীরে হাটে,,
পকেট কাটছে কেউ, কেউ গলা কাটে ।
অজানা কত খেলা চলে এই রাতের আঁধারে,,
চেনা সবই অচেনা যেন এই রাতের শহরে..।