এই ভার্চুয়াল জগতে আছে এক দল,
নারীর লালসায় তারা করে টলমল।
কোনো নারীর প্রাণ যদি খুশিতে ও কেঁদে ওঠে,,
দু:খ ঘুচাতে তার- সহস্র ভিড় করে এরা সবে পিছে ছোটে ।
নাচিতে না পেরে কোনো নারী - যদি উঠান বাঁকা এটা বোলে দেয়।
বলাকার মত এরা উড়ে এসে উঠান কুপিয়ে তাকে পুকুর বানায়।।
তবে সব হবে মুখে আর লিখে বাস্তবে কোনো কিছু নয়,,
ভার্চুয়াল এ এরা, সবই রেসের ঘোড়া,
করে এরা কানাকানি, কে কত বেশি দামী,
মেয়ে দের এরা সেটা বুঝতে যে চায়।।


চেয়ে দেখো ফেসবুকে,হাত খনি রাখে বুকে,
কোনো এক নারী যদি ভুল করে এটা বলে দেয়,,
কোনো বিখ্যাত লেখকের পরিচিত কবিতা তবু তার নয়,,
লেখক কে তোরা বল দেখি বল দ্রুত সবে বল?।
দেখিবে এই সব পুরুষের গন্তব্য,করেছে হাজার মন্তব্য,,
কবিতার লেখক নাকি ছিলো ঐ কোনো হরিদাস পাল?।।
কামের কামনায় এরা সবে লালসায় লাল,,
নারীর সম্মান করো,তবে বৃথা সমর্থন কেনো তার ভুলভাল?।


আসলে শিকে ছেঁড়ার আশায় বসে এরা যে বিড়াল,,
পেয়ে সুযোগ এরা নারীর সম্মান টাকে ও করে ভাইরাল।
নারীকে ও বলি আমি সাবধানে থেকো তুমি মোর দিদি বোন,,
ভার্চুয়ালে যারা করে যে এমন, তারা হয় না যে কখনো আপন।
তবে সত্যিকারের পুরুষ ও দেখো রয়েছে এই বিশ্ব ভুবন জুড়ে,,
গুলিয়ে ফেলনা তাদের এই কিছু ভার্চুয়াল কাপুরুষের ভিড়ে।।