তুমি যদি আমার হৃদয়ের কিনারায় দাঁড়াও
তবে এক নদী পদ্মা হারাবে নিমেষেই,
এই বুকের গভীরতা মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও গভীর
প্রসারতায় হার মানাবে সাহারার বিরানভূমি,
আমার হৃদয়ে যে প্রেম তা কাঞ্চনজঙ্ঘার কাছে ঈর্ষনীয়,
তুমি কেবল আমার বাইরেরটা দেখো
ভিতরের অপরূপ লীলাক্ষেত্র দেখোনি কোনোদিন।
আমি নায়াগ্রার স্রোতে ভেসেও ভালোবাসতে জানি,
আমি টর্পেডোর বুকে মাথা নুয়ে চুম্বন করি শাশ্বত চিবুক।
আমার কেশরের জটে লুকিয়ে রাখি আদিমতা,
আমি ভালোবাসি ফিনিক্সের ডানায় ভর করে,
আমার অন্তরে তৈরি করে রেখেছি প্রেমের গ্রহাণুপুঞ্জ।
মৃত্যুর মুখে দরোজা লাগিয়ে আমি ভালোবাসতে জানি।
তোমার অতশত বোঝার সময় কই,
লোভায়িত আভরণের শৃঙ্গারে আবদ্ধ তোমার প্রেম,
চাওয়া পাওয়ার হিসেবে বন্দিনী তুমি,
পার্থিব প্রাপ্তি তোমার চোখে ধূলো দেয়,
তুমি মরীচিকা দেখে ভাবো এই তো জীবন,
তবে তুমি নাদান বৈ কিছুই নও।
যদি ভাবো আমার কোমলতা দেখবে আমি শিশু,
যদি ছুঁয়ে দেখো আমার মন তাতে দেখবে হাজার শিউলি ফুটেছে,
ঠোঁটের উষ্ণতা, করোটির খেলা কিংবা নির্গত আবেগ
কোনোটার কাছেই আমি পরাজিত নই,
ভাটা নদীতে ভেলা ভাসলেও নদী আঁৎকে উঠে,
আমার ভালোবাসায় ঠিক ততটাই তেজ!
আফসোস তুমি বোঝোনি তার সিকিভাগ।