আমি বাবার মত আবার যুদ্ধে যেতে চাই
আমি বাংলা মাকে আবার মুক্ত করতে চাই।
আমি আমার কাকার মত বারুদের গন্ধ শুকতে চাই
আমি এই বাংলার যত গন্ধ ময়লা সাফ করতে চাই।
আমি আমার মা'র মত স্বপ্ন দেখতে চাই
আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ চাই।
আমি আমার বড় ভাইয়ের মত শহীদ হতে চাই
আমি আমার প্রাণের বিনিময়ে স্বচ্ছ বাংলা চাই।
আমি দেশদ্রোহীদের কুকুরের মত মারতে চাই
আমি বাংলার যত জঞ্জাল পরিষ্কার করতে চাই।
আমি আবার যুদ্ধে যেতে চাই
আমি আবার যুদ্ধে যেতে চাই
আমি আবার যুদ্ধে যেতে চাই।
আমি আবার স্বাধীনতার স্বাদ পেতে চাই,
আমি আবার মুক্ত কণ্ঠে , নির্বিঘ্নে আমার সোনার বাংলা গাইতে চাই।


আমি আমার বোনের সম্ভ্রম হারানোর প্রতিশোধ চাই
আমি এদেশের মুখোশধারীদের ধ্বংস করতে চাই।
আমি অনাহারী মানুষের মুখে হাসি ফোটাতে চাই
আমি মেহনতি মজদুরের বাঁচার আশা হতে চাই।
আমি ঘৃণ্য শাষকের চোখে মৃত্যুর ভয় হতে চাই
আমি বাংলার দুখিনী মায়ের অন্ধের যষ্টি হতে চাই।
আমি বাংলার দামাল ছেলেদের প্রেরণা হতে চাই
আমি মানুষের মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন হতে চাই।
আমি নিজেকে বাংলার তরে উত্সর্গ করতে চাই
আমি আগামীর জন্য একটা সোনার বাংলা চাই।
আমি আবার যুদ্ধে যেতে চাই
আমি আবার যুদ্ধে যেতে চাই
আমি আবার যুদ্ধে যেতে চাই।
আমি আবার স্বাধীনতার স্বাদ পেতে চাই,
আমি আবার মুক্ত কণ্ঠে , নির্বিঘ্নে আমার সোনার বাংলা গাইতে চাই।