আমি অবলীলায় হাসতে হাসতে মরতে পারি,
আমি রৌদ্রের খরতাপে টগবগিয়ে চলতে পারি,
আমি যুবা, আমি শক্তি, আমি জাতির আগামী,
আমি তেজ, আমি দুরন্ত, আমি দুর্বার সেনানী।


আমি ভয়কে করি জয়, আমি ভেঙে করি চুরমার
আমি ছোবল দিয়ে খুন পান করি, করি সব সংহার,
আমি দুর্নীতির করাল গ্রাসে করি না কভু মাথা নত
আমি ঝঞ্ঝা আমি উত্তাল আমি সবি করি ক্ষত বিক্ষত।


আমি যুবা, আমি তেজ, আমি সবার সাথে করি কোলাকুলি
আমি মাথা নত না করে দুর্নীতি রুধি, ফাটায় না ফাঁকা গুলি।
আমি অসীম আমি উন্মত্ত আমি আগামীর একমাত্র দিশারী,
আমি প্রলয় আমি হন্তা, রুদ্ধ করি মিথ্যের যত ফুলঝুরি।


আমি যুবা, আমি তেজ...