জনমের আগে তোমার তরে জানাই আর্জি
ঘোর সংকটে আকুতি মোর, হৃদে দাও স্থান,
প্রভু মোরে জীবন দিও, যদি মোর রয় মর্জি
তোমারই তরে মিনতি মোর, হৃদে দাও স্থান।


হে প্রভু,
দু’নয়নে বেদন-অশ্রু ঝড়িছে আজ অবিরত,
শুনিতে না পারি আর গগনবিদারি ক্রন্দন
দেখিতে না পারি এত ভস্ম পোড়া শত ক্ষত
আজ কত সহজে লাশ হয় যত ঠুনকো বাঁধন।
মানব জীবন এত সস্তায় বিকোয় যে দুনিয়ায়
পাখির মত উড়ে যায় যেথা মানবের প্রাণবায়ু হায়,
পোড়া গন্ধ আর লেলিহান শিখায় যেথা মুগ্ধ
পুড়ে পুড়ে ছাই হয়, মানব জীব যেথা হয় স্তব্ধ।
তবুও কি মানব জাতির হবে না বোধের উদয়
তবুও কি তাহাদের মারবে যত পাষণ্ড নির্দয়?
কেন আজো মৃত্যুর মিছিলে নিরপরাধ মানুষ
জীবন কি এতই সস্তা হেতা যখন তখন ঠুস?
মানুষের অধিকারেই যদি বাঁচতে নাহি পারি
তবে কেনই বা কর জীবনদান, কেনই বা এত ছলচাতুরি?
যদি কড়াই গন্ডায় দিতে পারো মোরে মানুষের অধিকার
তবেই জীবন দিও হে মোরে প্রভু, দিও হে মোরে পরিবার।


জনমের আগে তাই তোমার তরে আর্জি জানাই
মোর ঘোর সংকটে, তব হৃদে দাও স্থান,
প্রার্থনা করি যেন তোমার সৃষ্ট জগতের হয় কল্যাণ
সবার ঊর্ধ্বে থাকুক মানবের গৌরব অম্লান।