তুমি পাহাড়ের চূড়ায় রৌদ্রচ্ছটায় হেসেছ
আর আমি দেখেছি মায়াবী কাঞ্চনজঙ্ঘা!
পুষ্প শতদলে তুমি নিজেকে মেলেছ হে
আমি অনুভব করেছি তোমার কোমলতা!


ধূসর গহন বালুচরে চকচকে সিলিকায়
তুমি স্বর্ণালী রূপ ধারণ করেছ তপ্ততায়,
আমি মুগ্ধ নয়নে অবগাহন করেছি
তোমার সুউচ্চ নধর অন্তর পর্বতমালায়।


নাবিক হয়ে পাল তুলেছি উন্মত্ত ভালোবাসার
শতক্রোশ পথ দিয়েছি পাড়ি তোমারই আশায়,
আমি বেদুঈন হয়ে ছুটেছি অমৃতের নেশায়
হায় তুমি আফিম, মাদকতা তোমার ভালোবাসায়।


মরণের খেলায় শতরঞ্জ পেতেছি সম্মুখে
হেরেও জিতবো তোমার মন দিয়েছি কূটকচাল;
আমি বাজিগর তুফানে উড়াই ঘুড়ি হরদম
শুধু তোমার কাছে কেবল রয়ে গেলাম অধম।