বলতে পারো প্রিয়া-
কতগুলো দীপ আলো হলে পরে
তারে সূর্য বলা যায়?
কিংবা,
কতগুলো অশ্রু বৃষ্টি হলে পরে
তারে ঝরনা বলা যায়?


বলতে পারো প্রিয়া-
কতগুলো রাত অমাবস্যা হলে পরে
তারে অপেক্ষা বলা যায়?
কিংবা,
কতগুলো প্রেম ভালোবাসা হলে পরে
তারে আমি বলা যায়?


বলতে পারো প্রিয়া-
কতগুলো মেঘ আকাশ হলে পরে
তারে অপরাজিতা বলা যায়?
কিংবা,
কতগুলো স্তব্ধতা সচল হলে পরে
তারে সুর বলা যায়?


বলতে পারো প্রিয়া-
কতগুলো নিউরন চিন্তা হলে পরে
তারে হৃদয় বলা যায়?
কিংবা,
কতগুলো বিশ্বাস  ছল হলে পরে
তারে তুমি বলা যায়?


বলতে পারো?