জানালার ওপাশে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে
দেখে মনে হয় এ যেন মেঘের নয় তোমার কান্না!
অসহায় পাখিরা এদিক ওদিক বিষমে ছুটছে
তারা কি তোমার মনের কথা বলছে আমায়?
গাছের ডালগুলো নুয়ে পড়ছে দমকা হাওয়ায়
যেন শিকড় ধরে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া তুমি!
মৃত পাতাগুলো ঝরছে বৃষ্টির ফোঁটার প্রতি আঘাতে
আমাদের স্মৃতি গুলোও কি এভাবে মুছে যায়?
জানালার কাঁচে বৃষ্টিজলের ঝাপসা আলোকরেখা
বারবার মনে করিয়ে দেয় একদিন আমরাও-
বৃষ্টিতে ভিজেছিলাম!