যদি আকাশের চাঁদ নামে
ছায়া পথের হাত ধরে
এই ধরার বুকে,
জেনে নিও প্রিয় সেদিন
হেঁটে যাবো আকাশের পানে
কলঙ্কের কালিমা মেখে।
সে পথের বাঁকে
দাঁড়াবে তুমি
দুহাত বাড়িয়ে,
আমি অন্ধ বধির
হেঁটে যাবো নিশ্চুপ
চেনা পথ মাড়িয়ে।
ধ্রুব তারাটি হবে তুমি
ধূলি মাখা পথে
নির্বাক রইবে চেয়ে,
আবারও হারাবে আমায়
মহাকালের পাতায়
হৃদয়ের কাছে পেয়ে।