সন্ধ্যা শীতে হরেক গীতে
চলছে চড়ুইভাতি!
খানিক হেলে খানিক দুলে
এলো মামা হাতি!
সদাই ভরে পালকি চড়ে
এলো সোনার হরিণ।
গান ধরেছে কোলা ব্যাঙে
সন্ধ্যা হলো রঙিন।
বানর ছানা, নাচে ধি না
হুল্লোড়ে বক চিলে।
সিংহ রাজাও ভীষণ খুশি
নাচছে তালে তালে।
পনির পোলাও, পাকছে ছোলাও
উনুন ধরায় বোয়াল!
কাঠবিড়ালী কোথায় গেলি
হাঁক দিয়েছে শেয়াল!
চা নিয়ে আয়, চা নিয়ে আয়
হুকুম দিল বাঘে!
এই জমেছে চড়ুইভাতি
শীত ঝেঁকেছে মাঘে।