ছুটি দিলাম, ছুটি দিলাম, ছুটি দিলাম
তোমায় আবার মুক্ত প্রাণের আশ দিলাম,
জোনাক পোকার মিটমিটানো আলো দিলাম,
জোছনা রাতে তারার সাথে গল্প করার সময় দিলাম,
চেয়েছো তুমি, আর কি কোনো যুক্তি আছে?
তাই তো বুকে পাথর বেঁধে,
তোমায় আমি ছুটি দিলাম,  ছুটি দিলাম!


পাখি হয়ে উড়তে চাওয়ার ডানা দিলাম,
সাগর তলের মীনের রঙিন পাখনা দিলাম,
স্বপ্ন আঁকার তোমার হাতে তুলি দিলাম,
নির্ঘুম রাত পোহাবার হাজার হাজার স্মৃতি দিলাম,
চেয়েছো তুমি, আমার কি আর সাধ্যি আছে?
তাই খুব পাষাণ হয়েই-
তোমায় আমি ছুটি দিলাম,  ছুটি দিলাম।