একটা ধবল ঘুড়ি আছড়ে পড়ে আমার আঙিনায়
এ তার পরিচিত কোনো ঠিকানা নয়!
এক আকাশ ছিল তার অতি আপন!
ইচ্ছে ছিল দুজনায় মিলেমিশে একাকার হওয়ার,
আকাশ বুকে টেনে নিতে চায় ধবল ঘুড়ি খানা!
গায়ে মাতাল হাওয়া লাগিয়ে-
ঘুড়ি সাড়া দেয় আকাশের আলিঙ্গনে!
ধবল জমিনের ঘুড়ি উড়ে চলে আসমান পেরিয়ে...
হঠাৎ অনুভব করে নাটাইয়ের টান!
সুতোয় বাঁধা তার শীর্ণ দেহখানা!
বাতাসের জোর বাড়ে! সাথে তুলো মেঘেদের ঘনঘটা!
আর- উড়তে পারে না ঘুড়ি; ছুঁতে পারে না আকাশ!
আকাশের হতে চাওয়া ধবল ঘুড়ির স্বপ্ন ভাঙে রোজ!
আকাশ তার চাই-ই; আজ সে আকাশের হবে,
বেদম হাওয়ায় আজও উড়ছে!
আর একটু পর সুতোয় লাগবে টান!
আজ পিছু ফিরে তাকাবার নয়,
আজ আপনকে আপনার করবার...
হাওয়ার দমকে সুতো ছিঁড়ে উড়ে চলে-
ধবল ঘুড়ি!
আর একটু সময় বাকি!
তারপর সে হবে আকাশের...
একি! উড়তে গিয়ে এমন লাগছে কেন?
এতদিন তো এভাবে ওড়েনি- ধবল ঘুড়ি!
ধীরে ধীরে আকাশ দূর হতে দূরে যায়!
ধবল ঘুড়ি আছড়ে পড়ে আমার আঙিনায়!
ছলছল চোখে বলে-
ঘুড়ির পরিচয় নাটাই-সুতোই!
আকাশ তো নয়!
আজ নিজেকে আকাশ মনে হয়
তোমাকে ধবল ঘুড়ি!