সাঁওতালী বন
উদাসী হাওয়ায়
উড়ে চলে চাতকের মতো,
তোমার আমার প্রেম
যেন অমর কবিতা-
ফেলে আসা পুরনো ক্ষত!
মন তুই
চার তিন দুই!
উলটো গুনিস কেনে?
পাস কী সুখ?
ওরে পোড়া মুখ
যখন সবাই চেনে?
আশাই ভাসা
ওরে প্রেমের চাষা
পুড়বি কতো অনলে?
সব ছাড়
ওরে নচ্ছার!
কী হয় সত্য জানলে?
সেই সাঁওতালী বন
উড়ে গেছে কবে
চাতক ফিরেছে তখন!
তোমার আমার প্রেম
কবিতার খাতায়
কবি লিখেছিল যখন।