কত আলোক বর্ষ দূর হতে আমি
খুঁজিছিনু তারে,
উচাটন মন চাহিছে আলেয়া
নয়ন সমুদ্দুরে।


সুরের বাতি জ্বেলে রেখেছি অন্তরে,
যদি আলো দাও,
নিতে পারো প্রেম সবটুকু ঘটিভরে
যদি তুমি চাও।


তোমারে হেরিতে রজনী গেল কলঙ্কের
ভার নিতে,
যদি না পাই সুধারস প্রেম, বলো জীবন সাজাই
কোন গীতে?


এত অবহেলা নাহি গো সহে মোর এই
উষর ভালে,
এসে প্রাণ দাও; সমীরণে দোল দাও, মোর প্রেম
তরণীর পালে।