বাজার ধারে মিটিং করছে
               বড় বড় মহাজন,
এই বছরের করবে নাকি
                জাতীয় নির্বাচন।
কেউ নিছে গমের শীষ আর
               কেউ নিছে পালের নৌকা,
বড়সড় মিছিল দেখে
               জনতা হয় বোকা।
ছোট বড় চামচারা
      হবে এবার নেতা,
মাইক্রোফোন হাতে পেয়ে
      বলবে গপ্পো কথা।
নেতাদের নামে, থানায়
                হবে শত মামলা,
ছোকরা-বুড়ো সবাই মিলে
  করবে তাতেই হামলা।
বাড়ি বাড়ি গিয়ে নেতা,
         করবে নাকিকান্না,
দরদ উথলে করতেও পারে
      কারো বাড়িতে রান্না।
অলিতে গলিতে স্লোগান আর
   টাঙানো হাজার পোস্টার,
ভুলে ভরা আশ্বাস আর
    মিথ্যের যত ইশতেহার ।
নির্বাচনের দিনেরে ভাই
       সেন্টার খুব রমরমা,
মহাজনেরা শুধু ছুটে বেড়াই
        মারে বুলেট বোমা।
এতদিনের মিথ্যের ঝুড়ির
          এবার বুঝি শেষ,
টাকা লুটের পর্ব শুরু
     এইতো সোনার দেশ।
জনতা গেছে ভোগের দেশে
       এখন খাওয়ার পালা,
চাল গম ডাল যা আছে দে
         জনতা পাবে ছালা।
পাগল জনতাও বুঝে কম
         ভুলোমনা জাতি,
পরের নির্বাচনে নতুন নেতা
        ইঁদুর হবে হাতি।