এক নদী অশ্রু ঝরে পড়ুক আমার বিচ্ছেদের আঙিনায়...
হোক না সে আনন্দাশ্রু কিংবা দুখানুভূতির মেঘমালা!


যেখানে
স্বপ্নেরা খেলা করত উদাসী হাওয়ায় শুভ্র শীতল শিশির ডগায়...
শিউলি তলায় শাদা-গেরুয়ার মিশেলে ছন্দে চলত রাজহংসের দল...
শালিক যুথির নিশ্চুপ চেয়ে থাকা লুটোপুটি খাওয়া স্বপ্নের মিছিলে...
হঠাৎ তামাটে কিংবা ধূসর ছাই হয়ে যাওয়া সেই স্বর্ণ আঙিনায়
ক্ষণিকের জন্য হলেও ঝরে পড়ুক কিছু অশ্রুবিন্দু।


হোক না সে আনন্দাশ্রু কিংবা দুখানুভূতির মেঘমালা!
এক নদী অশ্রু ঝরে পড়ুক আমার বিচ্ছেদের আঙিনায়...


স্বপ্নগুলো কেমন গলে-পচে নীলচে সবুজ তারপর ধীরে ধীরে ধূসর
হয়ে লুটিয়ে আছে গুল্মের প্রসবজাত অজস্র নিস্তেজ শিউলির গায়...
একটু অশ্রুর জন্য খাঁ খাঁ করছে আমার স্বত্বাধিকারী স্বপ্নের আঙিনা।
বিচ্ছেদের চোরাবালিতে রঙিন আঙিনা আজ ধু ধু বিরানভূমি...
তাই যদি এক নদী অশ্রু ঝরে পড়ে আমার বিচ্ছেদের আঙিনায়,
তবে আবার হয়ত স্বপ্নেরা খেলবে শিউলির শাদা-গেরুয়া বসনে,
আবার হয়ত চোরাবালিতে জেগে উঠবে ভরা প্রেমের জোয়ার।


সেই অশ্রু! হোক না আনন্দাশ্রু কিংবা দুখানুভূতির মেঘমালা!
চাই শুধু, এক নদী অশ্রু ঝরে পড়ুক আমার বিচ্ছেদের আঙিনায়...