আজ তো সেই মহান দিবস
একুশে ফেব্রুয়ারি!
দামাল ছেলের সে কী সাহস
বাংলা আনলো কাড়ি!
রফিক শফিক সালাম বরকত
সাথে আবদুল জব্বার,
মিছিলে ছিলো আরো কত শত,
'রাষ্ট্র ভাষা বাংলা চাই'
বলছিল বারবার।
বাংলা মায়ের শান বাড়ালো,
মান বাড়ালো,
দিয়ে তাঁদের প্রাণ,
তাঁরাই জাতির সূর্যসন্তান!
জীবন বিলিয়ে,
দিলো প্রমাণ!
মুখের বুলি কেড়ে নিবি
এত বড়ো স্পর্ধা!
চালা গুলি, প্রাণ খাবি?
বাংলাই পরম আরাধ্যা!
কিছু গুলি ছুটলো বটে
শহিদও হল ক'জন।
তাতেই বুঝি এই প্রাণেতে
বাংলা হলো সৃজন!
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার অহংকার,
বাংলায় পাই জীবন দিশা
বাংলায় তুলি ঝংকার!
বাংলায় হই মগ্ন-বিবশ
বাংলায় প্রাণ হেরি,
আবার এসেছে মহান দিবস
একুশে ফেব্রুয়ারি।