সেদিন তুমি যখন একা একা ঐ মেঠো রাস্তায় হাঁটছিলে,
আমি অপলক দৃষ্টিতে চেয়েছিলাম তোমার পানে;
সেদিন যখন তুমি একা একা ঐ বটের ছায়ায় বসেছিলে,
মনে হয়েছিল বটের পাতা হয়ে ঝড়ে পড়ি তোমার কোলে;
মাঝে মাঝে ইচ্ছে হয় বরষার দিনে অঝোর ধারার
বৃষ্টি হয়ে তোমার ঐ ভেজা ঠোঁট দু’টো চুমিয়ে যাই,
কখনো বা মনে হয় সাজের বেলা শঙ্খচিল শালিক
হয়ে তোমায় নিয়ে চলে যেতে ঐ নীল আকাশের বাঁকে;
তোমার ঐ খোলা এলোমেলো চকচকে লম্বা কেশে
মাঝে মাঝেই হারিয়ে যাই আমি; আমার হাত দু’টো
বার বার ছুটে যেতে চায় তোমার মাথার ঐ মিষ্টি খোঁপায়;
আমি স্বপ্নে দেখি আমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে
ঘুমিয়ে তুমি আর আমার আঙুলেরা অবিরাম বিলুনী
কেটে যায় তোমার ঐ সুশ্রী কুন্তল নিবাসে;
তোমার ঐ রোদ চশমাটা আমার ভিষণ অপছন্দের,
তোমার কাজলে আঁকা চোখদু’টো যে লুকোয় আড়ালে,
আমার চোখের পানে চাইতে বুঝি ভয় হয়?
কি-ই বা হত আমার হৃদয়ের গহিনে তুমি হারালে?
আমি যখনই দেখি তোমার ঐ দু’টি কোমল ঠোঁটের
ফাঁকে দুষ্ট মিষ্টি হাসি; আমার এই পুরো জগতটায়
কেমন জানি অসার হয়ে যায় নিমিষে;
আমি জানি না কেন এমন হয় আমার সাথে,
কেন আমি অন্য দুনিয়ায় হারিয়ে যায়
যখন তোমার হাত ছুঁয়ে যায় আমার হাতে,
তবে কি আমি ভালবাসি তোমায়?
যদি কখনো তোমার এমনটা হয়
জানাবে তুমি মোরে তোমার যত সংশয়?
বলবে কি তুমি আমায়-
ভালবাসি, ভালবাসি, ভালবাসি?