অনাহারে অনাদরে রাস্তার ধারে বাড়ে
কতো ছোট শিশু হায়!
আছে যার ভুরি ভুরি, দেয় নাকো কভু ছুড়ি
বলে শুধু নাই নাই নাই।
ওরা শীত-বর্ষা-গরমে, মাথা নোয়ায় শরমে
দুমুঠো খাবারের খোঁজে;
ময়লার স্তূপে কুড়োয়, যে হাসি হেলায় উড়োই
ক্ষুধার কষ্টে সঙ সাজে।
জীবন যেখানে হায়, আছে মরণের সীমানায়
সেখানে থাকে ওরা ভাই!
এতটুকু ভালোবাসা, ওরা পেতে করে আশা
পারো যদি দিও তাই।