এই জল, এই সুশীতল মাটি, আমাদের বড়ই আপন
এই শিশির জলে মিলেমিশে রোজ ভিজতেম দুজন।
মুক্তমঞ্চের ইট পাথরে এঁকেছিলে স্বপ্ন রাশি
সরোবরের পুণ্যতলে দুজন, গিয়েছিলেম ভাসি।
তুমি নেই তাতে কি, সৌরভে মাখা ফুলদানি,
ভেবেছিলেম যতনে সাজাবো তাতে তোমার মুখখানি।
তোমার স্মৃতিতে মুখরিত সব, দেখে যাও এসে
পথটাও তোমার ফেরার অপেক্ষায়-
নিজেকে ঢেকেছে ঘাসে।