সেদিন তোর শরীরে ছিল ভালোবাসার এক আশ্চর্য ফুলের গন্ধ!
ফুলের সৌরভ আমার হৃদয়কে অবরুদ্ধ করেছিল!
করোটির প্রতিটি কোণায় কোণায় ভরে গিয়েছিল তার উন্মাদনা!
ফুসফুসের প্রকম্পন হঠাৎ বেড়ে গিয়ে জানালো, তুই আমার!
এতো কাছে ছিলাম দুজন অথচ কোনোদিন বুঝিনি-
ভালোবাসা কী? প্রিয়তমা কাকে বলে? তুইই বা কে!
তবে কেন হঠাৎ সেই অচেনা ফুলের গন্ধ আমাকে বোঝালো?
সে ফুল তুই কোথায় পেলি? কেনই বা সে ফুল অদৃশ্য!
কত জন্মের সাধনার ফলে ঈশ্বর এই ফুল তোর হস্তগত করলো?
এমন মোহনীয় জাদুকরী ফুল যে শুধু তোর অধীনেই মানায়!
আমি সে ফুলের গন্ধে তোর ঘ্রাণ পাই!
আমি সে ফুল না দেখতে পেলেও
ফুলের ভাবনায় তোকে দেখতে পাই!
বুঝতে পারি সে অদৃশ্য ফুল তুই ছাড়া আর কিছু নয়!
আমি ফুল ভালোবাসি!
আমি ফুলের গন্ধ ভালোবাসি!