তুমি অতুলনীয়া!
ক্যামেলিয়ার সৌরভ তোমার দেহের জমিনে,
সরস্বতী স্বয়ং অধিষ্ঠিত তোমাকে কণ্ঠে,
লাবণ্য তোমার অহংকার,
প্রতি পদে গর্ব ছড়িয়ে পড়ে উষর আঙিনায়
তুমি অতুলনীয়া!
জীবন অনিন্দ্য!
জীবনের প্রতিক্ষণ যেন লাল গোলাপের পঙ্ক!
ভ্রমরী উড়ে চলে জীবনের চারপাশ
আত্মবিশ্বাস গোলাপের; সে সুন্দর, অপরুপ!
আদরে গোলাপ কোমল, জীবনের মতো
জীবন অনিন্দ্য!
প্রিয় তুমি গোলাপ হও
জীবন তোমার হবে!