তিলোত্তমা, তোমার এই রূপ
আজ চিনতে যে না পারি
কেমনে হয়েছ তুমি আজ
এক পরাধীন অবলা নারী?
কেন তুমি রয়েছ পড়ে
এ দূর পরবাসে
ভুলেছ তুমি তোমারেই আজ
পরভৃত্তের বেশে।
তুমি তো ছিলে উদ্যম, উচ্ছল
সদা প্রাণ চঞ্চল
নিজ পরিচয় ভুলেছ কেন
ছেড়েছ নিজ অঞ্চল?
তুমিই পার বদলাতে এই সমাজ
বদলাতে যত আদিম রীতি
তুমিই নারী, তুমিই তমা,
তোমাতেই রচিবে নীতি।
রমণী তোমার গুণেই
স্থিতি এই জগৎ সংসারে
কেন তুমি বারবার ভুলে যাও,
নিজে নিজেরে।
জয়ংদেহীর রূপে তুমি ধরায়
ফিরে এসো বার বার,
মাতৃরূপে, স্ত্রীরূপে, কন্যারূপে
এবার গোছাও নিজ সংসার।