বিষন্নতায় ডুবেছি আমি,
          করেছি মাথা নত
কলঙ্কিত হয়েছি জানি
          পরাজিতের মতো।


অন্যায় আমি করিনি কিছু
                    ভুগছি তবু মিছে,
অপবাদ আমার ছাড়ে না পিছু
          কারণ জাতটা সবার নিচে।


মুখোশ পরে থাকি আমি
                সবার মাঝে ভাই
পরিস্থিতির সত্যি জানি
           আমার আপন কেউ নায়।


সকল কাজে পাচ্ছি বাধা
               ঠকছি পদে পদে
এ যেন এক গোলক ধাঁধা
               মরছি কেঁদে কেঁদে।


হারব না তো তবুও আমি
               লড়ব বীরের মতো,
আসলে আসুক মরণ বাণী
               ঝড় তুফান শত।


মনটা তবুও আজ হচ্ছে খারাপ
           ভেবে এই কথা,
জাতটা কেন বড় হবে,
          ছেড়ে বিদ্যা মাতা।