আকাশটা আজ মেঘলা ভীষণ
গাঙচিলেরা তাই যাচ্ছে নীড়ে ফিরে
রৌদ্দুরটাও আজ জ্বলছে বড্ড ধীমি
ডাহুক পাখিরাও ব্যস্ত খুবি সন্ধ্যা তারার ভিড়ে।


প্রকৃতিও বুঝি জেনেছে আজ ঘটবে মহাকাণ্ড
আসবে বুঝি মহাপ্রলয় করবে সবি লন্ডভন্ড,
রাস্তার ঐ সস্তা কুকুর আজ ভয়ে অন্তরাল
আসবে বুঝি মহাপ্রলয় নামবে হাহাকার।


তরুণ প্রাণেরা তবু উঠছে গর্জে বারবার
মানব না হার, আজ ছিনব অধিকার,
রাত যখন গভীর হল, ঘুমিয়ে নিঝুম চারিধার
হঠাৎ শুরু তান্ডব, মৃত্যুপুরীতে গোটা সংসার।


রেহাই পাইনি ছোট্ট শিশুটি, ঘুমিয়ে মায়ের কোলে
আসবে সকাল-স্বাধীন বাংলার, দুঃখ যাবে চলে,
বঙ্গবন্ধুর দৃঢ় অঙ্গীকার, বাংলা আমার বাংলা সবার
হবে নিশ্চয়, বাঙালির প্রত্যয়, হানাদার সংহার।


বুকের তাজা রক্ত গুমোট পরিবেশ
যুদ্ধ আমাদের শুরু এই ছিল আদেশ
বন্দী করেছে তাঁকে, মার্চের কালো রাতে
জাতির পিতা তুমি, আমরা রইব তোমার সাথে”


তোমার আদেশে করব সংগ্রাম হাতে রেখে হাত
ইতিহাস তোমায় রাখবে মনে, দেখাবে নতুন প্রভাত
যুদ্ধ আমরা করব আজ প্রতিহত সংঘাত
এ দিনেই তো শুরু, ২৫শে মার্চের কালো রাত।