অনেকদিন পর একটা গান লিখলাম...


যদি কোন গীতিকার এটা পড়ে থাকেন, তাহলে রাগ ভৈরবীর সাথে সুর করার চেষ্টা করে দেখবেন। আশা করি ভাল লাগবে। আমার সাথেও খানিকটা কথা বলে নিতে পারেন সুরের ব্যাপারে...


----------------------------------------------------------


আজ আমার ঘরে আসিল কে…?


নিঠুর পাখি আমার কোথায়…
কোথায় গেল পাখি আমার…;


খাঁচার দরজা জানলা তো নাই…
রে বল কোন পিঞ্জরাতে পাই…


খাঁচার পাখি উড়ে গেল…
না জানিল আপন কেহ…
খাঁচার পাখি উড়ে গেল…


গুরু ঘর ছাড়িয়া পাখি আমার…
কেমনে আছে কোন খাঁচায়…


পাখির লাগি মনটা আমার…
যায় বুঝি যায়-- চলে…


আজি এই লগনে তে আসিল কে…
নিঠুর পাখি আমায় ছেড়ে---
গেল কোন দূরে…


আমি স্বপন দেখি, পাখি তোরে
পাখি ডানা মেলে উড়ে…
পরান পাখি আয় আয় না ফিরে…


আমার ডাক শুনলো পাখি…
আজ এলো পাখি আমার…
এলো আমার ঘরে…