কুকুর ছানায় ঝগড়া করে
চেঁচায় ঘেউ ঘেউ,
খুব যে মজা লুটছে সবাই
কাছে যায়না কেউ।


ঝগড়া দেখে হাসছে দেখ
পাড়ার ঐ বউটিও,
ভয়ে দাদুর কাঁপছে দেখ
হাতে থাকা লাঠিও।


মানিক সোনা বলছে মাকে
গিয়ে ঝগড়া থামাই?
এই না শুনে হোঁচট খেলো
দখিনপাড়ার জামাই!


খেক খেঁকিয়ে বলছে কুকুর
আর কি মজা চাস?
যা চলে যা মানুষ তোরা
কামড়ে হবি লাশ!


কুকুর দেখে দৌড়ে পালায়
ঘোমটা মুখো বউটিও,
লেজ গুটিয়ে সিলিং ধারে
দেখছে বসে ম্যাওটিও।


কাছে গিয়ে আদর করে
কুকুরছানার গায়ে,
শান্ত কুকুর চুমু খেল
মানিক সোনার পায়ে।