তোমার রূপে মোহিত আমি কোনো কালেই হইনি শুধু নিয়তির কাছে গচ্ছিত রেখেছি নিজেকে।
প্রেমের শব্দগুলো জাহাজ হয়ে আমার কাছে এসে রোজ ভীড় করে,
আক্ষেপ এই যে ভালোবাসার শব্দগুলো শুধু দূরে পালায়।
ভেবোনা তোমাকে কখনো আমি মৃত্যুর মুখোমুখি দাঁড় করাবো, কারণ অতিথি দেব ভব!
তুমি তো ক্ষণিকেরই অতিথি ছিলে!
তোমার হাসির প্লাবনে যে উন্মাদনা আছে সে শুধু ওই রাঙা ঠোঁটের কারণেই এতো সতেজ।
তোমার দিগন্ত পেরিয়ে যাওয়া দৃষ্টিতে আমি যতবারই হারিয়েছি আমি এক নিরস মরুতে পৌঁছেছিলাম বারবার।
তোমার হাতে অক্সিডাইসের কাঁকন কিংবা গলার চেইনে যে আবেশ জড়ানো তার নাম ভুল করেই মায়া দিয়েছিলে।
খোঁপার পাশে লেপটে থাকা বেলীফুলের মালা দিনরাত হাহাকার করতো, ওরা আমাকে হারাতে চায়নি।
বিভীষিকার এমন নিদারুণ রূপ যে, সে অনায়াসে সিগারেটের ভিতর নিকোটিন আগলে রাখে,
সময় অসময়ে তোমার মতো সেও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে।
আমি জানি, আমি সব জানি; এই শহরে ভালোবাসার নামে প্রেমের বেচাকেনা হয়।
তুমি সেই হাটে কবেই বিক্রি হয়ে গেছো।
শুধু জেনে রাখো যে শহরে তুমি নেই সে শহর আমার নয়।