কি নামে যে তোমায় ডাকি বলো?
জুঁই, টগর, হাসনুহানা নাকি মাধবীলতা?
এ নামে ডাকলে তোমায় জানি-
সৌন্দর্যের যথার্থ প্রকাশ হবে না;
আচ্ছা, যদি ডাকি-
নীলকন্ঠি অপরাজিতা?
সমুদ্রের একরাশ নীলের মাঝে
এক ফালি সাদা মেঘের ভেলা;
সেই মেঘের ভেলায়
সাঁতরে বেড়াব দু'জন;
যদি এই নাম ভাল না লাগে
তবে কি নয়নতারা বলেই ডাকব?
নয়নের মণিকোঠায়
পরম যতনে রেখেছি তোমায়;
আমি যখন একলা বসে থাকি
ভাবি, কী নামে তোমায় কাছে ডাকি?
তোমার পছন্দের নামে ডাকলেই
যে পাব তোমার পরশ
পাব তোমার স্নিগ্ধ সুবাস;
তাই আমি আজ হন্যে হয়ে
খুঁজে বেড়াই তোমার পছন্দের নাম!
তবে আমার পছন্দ নীলকন্ঠি অপরাজিতা...