মিনারের তলে এসে করজোড়ে বলি
হে রাব্বুল আলামিন
কেমনে শোধিব বলো
এ জনমের ঋণ,
বাজিছে ডঙ্কা, বলেছেন তিনি
আমার সৃষ্টিরে বিলাও নিজেরে
হইয়ো না কভু হীন!
দুচোখ ছলকে বারি
ঝরিছে ধরায়,
প্রভুর আদেশ পালন
করিব ত্বরায়,
হে প্রভু, মিনারের মতো
উচ্চ রেখো মোর শির,
অপরাধ ক্ষম এই
নরাধম পাপীর।
জগতের যত অসম ক্ষত
যেন মুছিতে পারি,
তোমা সৃষ্টিতে যেন আমি
তোমারেই হেরি।
মোনাজাত মম
করো গো কবুল,
ভালোবাসিতে জীবে কভু
না হয় কোনো ভুল।
হে রাব্বুল আলামিন
তোমার চরণে দেই অর্ঘ,
এই ভুবনেই যেন গড়িতে পারি
তোমার প্রেমের স্বর্গ।