আজ তোমার প্রস্থান আমার কাছে নতুন কিছু নয়
আমি জানতাম তুমি যাবে,
তোমার যাওয়ার সকল পথ আমি সুগম করে রেখেছিলাম,
তোমার রাঙা পা যাতে পথের ধুলোয় মলিন না হয়-
আমি গোলাপ ছিটিয়েছিলাম সযত্নে।
যেখানে মুক্তির স্বাদ নেই সেখানে বন্ধন হয় কারাগার,
আমি তোমাকে মুক্তি দিলাম,
আকাশে ওড়ার তোমার বহুদিনের লালিত স্বপ্নপূরন হোক,
এই বিষধর বন্দিজীবন আগলিয়ে কি প্রেম হয়?
বারুদে চোখ ঝলসায়, এটাই নিয়ম।
তবে আতশবাজির মনোরম দৃশ্যের অনুঘটক এই বারুদ,
বন্ধনও বারুদ, আমি তোমাকে ঝলসে দিতে চাইনি,
চেয়েছিলাম আলোয় ভরিয়ে দিতে।
আলোয় তোমার ভীষণ ভয়, তাই রাতের আকাশে উড়তে,
আজ তোমাকে আকাশের কাছে মুক্তি দিলাম।