আজো আমি নির্ঘুম তারাদের করে সাথী
শহরের পথে খুঁজি হলুদ নিয়নের বাতি,
রাজপথ আজ ছেয়েছে, নতুন সাদা এলইডি
পুরোনো তোর খোঁজে আমি, একা ডুকরে কাঁদি।


যে সুর শুধুই হারায় গহিন অজানার পথে
কিসে আমি পাই ঠাঁই, বল তোর স্মৃতির পটে?
ব্যাথা শুধু বুকে বেঁধে রই সারাটি জনমভর
কিসে সুখ, কিসে দুখ, বুঝিনি কে আপন পর।


তুই যে হারাস বেলায় অবেলায় কিংবা কোলাহলে
পুরোনো সেই তুই আজো পালাস ছলে বলে কৌশলে,
আমি যে তোর। সে তো তোর মুখে শোনা, আমাদের কথা
সিঁদুররাঙা গৌধুলবেলা, মাথা রেখে কোলে, বকতিস অযথা।


আমাদের সেই স্মৃতি কি আজো তোর হৃদিতে নায় লেখা?
তবে কোন আলোয় মিলিয়েছিস, যে পথ না যায় দেখা?
হন্য আমি তোর খোঁজে এই তিলোত্তমা নগরীর এপিটাফে
এলইডির ভীড়ে, খুঁজে ফিরি বারে প্রিয়, নিয়ন বাতিটাকে।