আমি একজন পদাতিক সৈনিক
দেশ রক্ষায় ছিলাম সদা নির্ভীক
আর আপনি?
তোমার বয়সে ভাষার জন্য করেছিলাম লড়াই
লড়েছিলাম পাকির সাথে জীবন ভীতি ছাড়ায়।
২১ বছরের তরুণ বলে, ছিলাম আমি ৭১’ র মুক্তি
বাংলা মাকে করব স্বাধীন, ছিল জীবন চুক্তি
মেঝেতে বসে হঠাৎ, বুড়ো বলল হেসে,
বাছা আমি ছিলাম বাংলার বিপ্লবী
দেশের তরে বিলিয়ে দিলুম, নিজের যা সবি।
কে যেন হঠাৎ কান্না করে
সবাই দেখে চক্ষু স্থিরে,
ছোট এক অবোধ বালকে
চোখের জল ছলকে
বলল তোমাদের প্রাণ গেছে বৃথায়
আদর্শ তোমাদের আর খাটে না হেথায়।
কৌতূহলী প্রবীণ কারণ জিজ্ঞাসিলে
ছোট্ট বালক চিৎকার করে বলে
কি ছিল দোষ আমার, আমি তো ছিলাম ছাত্র
দেশের সেবায় ব্রতী হয়ে, শপথ নিয়েছিলাম মাত্র
তবে কেন তারা আমার কেড়ে নিল প্রাণ?
রাজনৈতিক অস্থিরতায় কেউ পাবে না পরিত্রাণ?
দু’বছরের ছোট্ট শিশু উঠল বলে, উচ্চস্বরে হেসে
লোভের বশে ডাক্তার আমার কিডনী দিল বেচে।
এসব শুনে স্তম্ভিত সৈনিক মুক্তি;
আর বিপ্লবী ভারাক্রান্ত হয়,
স্বপ্ন দেখে এ যুগেতে রফিক, জব্বার
কিংবা সূর্যসেনের জন্ম হয়।