তোমার অপেক্ষায় আরো একটি প্রহর কেটে গেল ---
তবুও তুমি এলে না, দেখাও হলো না আমাদের।
তুমি যে কি রূপে সেজেছ সেটা দেখার,
তোমার গায়ের গন্ধে নিজেকে মোহিত করার,
তোমাকে দুই বাহুডোরে নিয়ে আলিঙ্গন করার,
ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় তোমাকে স্বাগত জানানোর ---
যে আর দেরি সইছে না আমার ---
তবুও এই ঘৃণ্য সমাজ তোমাকে আমার কাছে আসতে দেয় না,
বলে তারা নাকি শুধু আমার জন্যই তোমাকে সাজাবে
কিন্তু আগে দেশের হিংস্র নেকড়ে শেয়ালদের লড়াইটা হোক,
আগে তাদের জন্য ব্যানার পোস্টারের অলংকার বানাই---
কিন্তু তারা তো এটা বোঝে না তোমার অপেক্ষায়---
শুধু তোমার অপেক্ষায় একজন ভাষা সৈনিকের
জীবন প্রদীপ গৌধুলরাঙ্গা রবির ন্যায় অস্তমিত।