রাই, জীবনের তরে শেষ একটিবারের জন্য আমায় সুযোগ দাও!
আমি বলতে চাই, এতকাল ধরে আমি তোমায় কতটা ভালোবেসেছি।
আমি জানতে চাই, তোমার ভালোবাসার পেয়ালা কতটুকু অপূর্ণ।
আমি যে আমার সবটা দিয়েই তোমাকে পরিপূর্ণ করতে চাই।
সাগরের বুকে নদী এসে যেমনটি বিলীন হয়ে যায়, ঠিক তেমনি হাজার বার তো আমি তোমার মধ্যে হারিয়েছি।
তবুও তোমার ভালোবাসার তল স্পর্শ করতে পারিনি আজো।
আমি দেখেছি তোমার বুকের ভেতর প্রেমের সমারোহ, তবুও কেন আমায় চাতকের মতো একটু ভালোবাসা পেতে আকুল হতে হয়!
আমার চাওয়ায়, আমার মননে, চিন্তা-চেতনায় তুমি ছাড়া যে আর কেউ নেই।
তবুও আমার ভালোবাসাকে তুমি দিয়েছ চাঁদের কলঙ্ক!
আমি শেষ একটিবারের জন্য সুযোগ চাই,
আমি জানতে চাই আমার অক্ষমতার কথা, আমি শুনতে চাই তোমার সকল অনুযোগ।
তোমার ভালোবাসা শূণ্য আমি অস্তিত্বহীন।
আমি নিজেকে কালের কৃষ্ণগহব্বরে হারাতে চাই না।
নিজেকে বাঁচাতে, আমার ভালোবাসাকে বাঁচাতে আমি শেষ একটিবারের জন্য সুযোগ চাই।
ঝিনুক যেমন নিজের কঠিন আবরণে মুক্তো আগলিয়ে রাখে, আমিও তেমন আমার বুকে আমাদের ভালোবাসাকে পরম মমতায় সুরক্ষিত রেখেছিলাম।
অথচ আমি ভুলেই গিয়েছিলাম মুক্তোর জন্যই ঝিনুকের জীবনাবসান হয়।
আমি তোমার জন্য ঝিনুক হতেও রাজি, শুধু চাই শেষ একটিবারের জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ।