আত্মোউদর পূর্তিয়া মর্দ তৃপ্তিতে লুটায়
আদেখলা হইয়া সে আপনারে ভুলায়,
জগতের সকলেরে সে বিচারে আত্মোপম
আণ্ডিল সম্পদে ভাবিছে নিজেরে আজম।


হীন কান্ডে মর্দ খুইয়েছ আপনার আবরু
পাতক সাজিয়া ঝরাইয়াছে, আপনের অশ্রু,
প্রিয় পরিজন, তাহার কান্ডে ছাড়িয়াছে সঙ্গ
তাহাতেও সে পরিহারিল না নিজ কুটিল রঙ্গ।


অসৎ কর্মে পটু হইয়া যাপিত তাহার দিবা নিশি
কি আছে তাহার এ ভুবনে, হিসাবে সম্পদ সর্বনাশী,
আপন দুনিয়ায় মজিয়া মর্দ ভুলিয়াছে আপন পর
মোহ দিয়াছে পার্থিব সুখ, ছিনিয়াছে যত সহচর।


বেলায় বেলায় কত অবেলা পার করিয়াছে গর্দভ মর্দ
বেলাশেষে তাই হিসাবে মিলে না তাহার জনমের ফর্দ,
লাভ ক্ষতির অংক আর মিলাইতে না পারে সে কুজন
অতি মোহে মর্দ হারাইয়াছে যত নিকট আত্ম-পরিজন।


এঅবেলায় মর্দ ভাবিয়া মরে, কি করিল সে জীবনভর
না পারিল হইতে নৃপতি, না পারিল বাঁধিতে আপন ঘর,
আফসোসে কাটিল অন্তিম রজনি, মাঙ্গিল জীবনের অবসান
সকল মোহ, লোভ, সুখ-অসুখ হইয়া বধিল মর্দের প্রাণ।